Teahouse logo

Hi Kaushik malakar! Thanks for contributing to Wikipedia.
Be our guest at the Teahouse! The Teahouse is a friendly space where new editors can ask questions about contributing to Wikipedia and get help from experienced editors like Worm That Turned (talk).

We hope to see you there!

Delivered by HostBot on behalf of the Teahouse hosts

09:30, 2 April 2019 (UTC)

Speedy deletion nomination of Template:Nishiganj Nishimayee edit

 

A tag has been placed on Template:Nishiganj Nishimayee requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section T2 of the criteria for speedy deletion.

If you think this page should not be deleted for this reason, you may contest the nomination by visiting the page and clicking the button labelled "Contest this speedy deletion". This will give you the opportunity to explain why you believe the page should not be deleted. However, be aware that once a page is tagged for speedy deletion, it may be deleted without delay. Please do not remove the speedy deletion tag from the page yourself, but do not hesitate to add information in line with Wikipedia's policies and guidelines. If the page is deleted, and you wish to retrieve the deleted material for future reference or improvement, then please contact the deleting administrator, or if you have already done so, you can place a request here. 94rain Talk 04:57, 3 April 2019 (UTC)Reply

NISHIGANJ NISHIMAYEE HIGH SCHOOL edit

এই শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির পথ খুব একটা মসৃণ ছিল না। কোচবিহারের রাজমাতা নিশিময়ী দেবীর নামে এই স্কুলের নামকরণ হয় নিশিগঞ্জ নিশিময়ী। আধুনিক কোচবিহারের মহারাজানৃপেন্দ্র নারায়ন এর মাতা নিশিময়ী দেবীর পৈতৃক ভিটার পাশেই ১৯৬২ সাল নাগাদ স্থাপিত শিক্ষানুরাগী কিছু মানুষের উদ্যোগে তৈরি হয় এই শিক্ষাপ্রতিষ্ঠান। ১০৬৭ সালে যা সরকারি স্বীকৃতি লাভ করে। নিশিময়ী দেবীর গর্ভে যেমন জন্মগ্রহণ করেছেন আধুনিক কোচবিহারের রূপকার মহারাজ নিপেন্দ্র নারায়ণ। তেমনি নিশিময়ী নামাঙ্কিত এই স্কুলের মুখ উজ্জ্বল করেছে অনেক কৃতি ছাত্র-ছাত্রী।কেউ জমি ,কেউ টাকা ,কেউ পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে এই একচালা স্কুলটি। তাদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা অপেক্ষাকৃত অর্থে ছিল খুবই কম।শিক্ষা দরদি স্কুলের সেই প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন পসর উদ্দিন মিয়া, হরো চন্দ্র অধিকারী, নিতাই চন্দ্র মালাকার, সতীশ অধিকারী, রমেন্দ্র হরি কর্জী, প্রাননাথ দেবনাথ , কৃষ্ণচন্দ্র মজুমদার, কেশব চন্দ্র সিংহ প্রমূখ।যদিও এখন আর তারা কেউ বেঁচে নেই । কিন্তু একচালা স্কুল ঘর আজ তিন তলা ভবনে পরিণত হয়েছে।


এই স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে তৎকালীন সময় চুরির দায়ে জেল খেটেছেন স্কুলের এক প্রতিস্টা সদস্য কেশব চন্দ্র সিংহ । তিনি নিশিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। স্কুল প্রতিষ্ঠা করতে ৫ হাজার টাকা রিজার্ভ ফান্ডে জমা রাখতে হয় । দেড় হাজার টাকা জোগাড় না হওয়ায় তৎকালীন প্রধান কেশব বাবু গ্রাম পঞ্চায়েতের থেকে গোপনে দেড় হাজার টাকা তুলে জমা দিয়েছিলেন স্কুলের রিজার্ভ ফান্ডের জন্য। ভেবেছিলেন টাকা জোগাড় হলে তা আবার গ্রাম পঞ্চায়েত ফান্ডে জমা করে দেবেন। কিন্তু এই খবর পৌঁছায় প্রশাসনের কানে। অনৈতিক কাজের দেয় পুলিশ ধরে নিয়ে যায় কেশব বাবুকে । যদিও ম্যাজিস্ট্রেট সবকিছু শুনে বেকসুর মুক্তি দেন কেশব বাবুকে।।


স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন রঞ্জিত চক্রবর্তী । 2002 সালে তার অবসরের পর 2006 সালে স্থায়ী প্রধান শিক্ষক নিয়জিত হয়।

Your draft article, Draft:Nishiganj Nishimayee High School edit

 

Hello, Kaushik malakar. It has been over six months since you last edited the Articles for Creation submission or Draft page you started, "Nishiganj Nishimayee High School".

In accordance with our policy that Wikipedia is not for the indefinite hosting of material deemed unsuitable for the encyclopedia mainspace, the draft has been nominated for deletion. If you plan on working on it further, or editing it to address the issues raised if it was declined, simply edit the submission and remove the {{db-afc}}, {{db-draft}}, or {{db-g13}} code.

If your submission has already been deleted by the time you get there, and you wish to retrieve it, you can request its undeletion by following the instructions at this link. An administrator will, in most cases, restore the submission so you can continue to work on it.

Thank you for your submission to Wikipedia! AmericanAir88(talk) 20:28, 1 February 2020 (UTC)Reply