[Untitled] edit

এমন করে কেন বলছিস,

তবে জন্ম কি মোদের হল মাত্র?

সব কিছু নতুন, অচেনা, অজানা,

যেন এক শব্দহীন মহানগরীতে আগমন!

না, এতে শেষ নয়।

এখনো বলার অনেক কিছুই বাকি।

শোন,কথায় বলে শয়তানের পাল্লা ভারি বেশি!

যদি বলি তাই, তাহলে বলবি কি আমায় শয়তানের দেশি?

তুই সব সময় সঠিক, দেখতে বড় ফিট,

কবর আজাবের উদ্বিগ্নতায় হবি তুই কীট!

তোর কাছে আইন নেয়, সমাজ নেয়, সম্পর্ক নেয় আর নেই কোন রিতি রেওয়াজ।

এই ক্ষেত্রে কে বলবে তুই বেঠিক?

আপন ভাল তো জগৎ ভাল,

তার মানে এই নয় যে শুধু তুই ভাল!

সমাজও তোর, বিচারক তুই নিজেই,

মনের মাধুরী মিশানো সব নিয়ম কানুন,

ভুল ধরার সাধ্য কি কারো আছে?

হউক না সে যেই।

কে বেচে আছে,

কার সমাধি কোথায়,

এইসব জানার কি প্রয়োজন আছে তোর?

আত্মকেন্দ্রিক মনোভাবনায় জেগে উঠে তোর প্রতিটা ভোর।

সাবধান বাবা সাবধান,

ইহা কোন শুভ লক্ষণ নয়!

এমন করে বসবাসকে কে ভাল কয়?

হ্যাঁ, তুই রাজা,

এই সম্রাজ্জ তোর।

নিজেকে বড় জ্ঞানী ভাবিস,

মৃত্যুর পরে দিবি দৌড়!

খোদাকে ভয় কর, স্বীকার কর সৃষ্টিকর্তা বলে কেউ আছে,

যার জ্ঞানের বিন্দু পরিমাণ নাই তোর কাছে।

প্রায়শ্চিত্ত তোর এখনো বাকি,

দিয়ে যা তুই দিয়ে যা এইভাবে নিজেকে ফাকি!

আনোয়ার পারভেজ