আমার আব্বা

edit

আমার আব্বা

২১অক্টোবর ২০১৫ বুধবার মাগরিবের আযানের সময়, আমার শ্রদ্ধেয় আব্বা,এ.বি.এম মোশারফ হোসেন আমাদেরকে এতিম করে,দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে পরকালের উদ্দেশ্যে চলে গেছেন,আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন,যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন, আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, উনার কবর কে জান্নাতের বাগান বানাইয়া দেন আমীন JAKIR HOSSAIN RAAZ (talk) 13:02, 8 February 2016 (UTC)Reply

আমার নিজের সম্পর্কে

edit

আমি নিজেও জানিনা আমি কেমন,তবে নিজের কাছে নিজেকে ভাল লাগেনা কিন্তু নিজেকে বার বার পরিবর্তন করার চেষ্টা করি BT পরিবর্তন হয় না,তবে কারও কখনো কোন ক্ষতি করার চেষ্টাও করিনা,অনেক সময় নিজের অজান্তে কাওকে কষ্ট দিয়ে ফেলি BT আমি কখনো চাই না কাওকে কষ্ট দিতে আমি চাই সবাই হাসি খুশীর ভিতরে প্রতিটা দিন কাঠাক,যখন মন খারাপ থাকে তখন একা থাকতে,কোরআন তেলাওয়াত,হামদ্ নাত,গান, শুনতে খুব ভালবাসি,আর আমার কিন্তু সহজেই কান্না আসেনা,যখন অতিরিক্ত কষ্ট পাই,বা আল্লাহর কাছে যখন গভীরবাবে দোয়া চাই, তখনেই চোখের পানি আর ধরে রাখতে পারিনা, আমার জন্য সবাই দোয়া করবেন,এই পৃথীবিতে মনে হয় বেশী দিন বাচঁবনা,হে আল্লাহ তোমার এই গুনাগার অদম বান্দাটাকে মাফ করে দাও, আমীন JAKIR HOSSAIN RAAZ (talk) 13:14, 8 February 2016 (UTC)Reply