Tuker Par Jame Mosjid ( টুকের পাড় জামে মসজিদ)

edit

টুকের পাড় জামে মসজিদ, এটি অনেক পুরোনো একটি মসজিদ। এটি টাঙ্গাইল জেলার বাসাইল থানার হাবলা দক্ষিণ পাড়ায গ্রামে অবস্থিত। মসজিদদের পাশ ঘেসে রয়েছে রেল লাইন। নটিয়াপাড়া থেকে হাবলা আসার পথে রেল লাইনের পাশেই মসজিদটির অবস্থান। গ্রাম বাসীদের প্রচেষ্টায় মসজিদের পুরাতন মসজিদ ভেঙ্গে ২০০৯ সাল থেকে নতুন করে নির্মাণ কাজ শুরু করা হয়। যা ২০১৭ সালে নতুন করে দু তলা ছাদ করে নির্মাণ কাজ শেষ করা হয়েছে। বর্তমানে মসজিদের ছাদের কাজ করা হচ্ছে।


 
Tuker Par Jame Mosjid