জানবো কি? বুঝবো কি? সবই যেন অচেনা, তার মাজে ক্ষুদ্র চেষ্টা নিজেকে জানা। জীবন থেকে কেটে যাচ্ছে কত গুলো বছর এর মাজে কি পেলাম কি হারালাম শেষঅবদি রাখতে পারবো খবর। হে ঈশ্বর সকল পাপ করিও মার্জনা, তার হিসাব চাইলে আমি দিতে পারবো না।


(Srijon Chowdhury Manna (talk) 13:18, 7 February 2018 (UTC))বুধবার, ২৫ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ, সৃজন দাশ চৌধুরী (মান্না), সিলেট, বাংলাদেশ।