নাম: শুভ জিত দত্ত জন্ম তারিখ:২ ডিসেম্বর ১৯৯৩খি: ১৬ অগ্রহায়ন ১৪০০ব্য: জন্ম স্থান:মহেশপুর থানা জেলা ঝিনাইদাহ,বাংলাদেশ শিক্ষা জীবন: তিনি বারুই সরকারি প্রথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী তারপর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে দশম শ্রেণী তারপর মহেশপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে দ্বাদশ শ্রেণী এবং যশোর উপশহর কলেজ থেকে ব্যাবস্থাপনা বিষয়ে অনার্স সম্পন্ন করেন। তার সম্পর্কে: তার অসংখ্য লেখা প্রকাশিত হয় বিভিন্ন সাহিত্য পত্রিকায় এছাড়া তিনি যুক্ত ছিলেন অনেক সাহিত্য সংঘঠনের সাথে। তার অবদান: তিনি "ত্রিলোচন সাহিত্য ভুবন" নামে একটি সাহিত্য সংঘঠন গড়ে তোলেন বাংলা সাহিত্যে তিনি এক অন্য ধারা সৃষ্টি করেছেন এছাড়া তার অনেক লেখা প্রকাশিত হয়েছে নিচের ওয়েব সাইটে Shuvojitdutta.blogspot.com