Draft:Madhusudan Sarkar

ভূমিকা:

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের বিশিষ্ট বেদজ্ঞ পন্ডিত শ্রী মধুসূদন সরকার, হিন্দু ধর্মের চারটি বেদের(ঋক,সাম,অথর্ব,যজুর্বেদ) বাংলা তে অনুবাদ করে পদ্যের আকারে তুলে ধরেন বেদসংহিতা এবং খ্রীষ্ট পুরান গ্রন্থে । বেদসংহিতার দুটি ভাগ জঙ্গিপুর থেকেই এবং খ্রীষ্ট-পুরান চারটি ভাগ যোহন, মথি, মার্ক যন্ত্রস্থ এবং লুক তার বাংলাদেশের নিজবাটি বরিশাল জেলার ইলুহার থেকে প্রকাশনা করেছিলেন ।

পেশা এবং জীবনকাল:

বর্ধমানের তিরিঙ্গে জমিদার বাড়ির আত্মারাম দেব সরকার এর একমাত্র বংশধর মধুসূদন সরকার, তার বিবাহ হয় গ্রামের ই এক সম্ভ্রান্ত রুদ্র পরিবারের মেয়ে মানমোহিনী দেবীর সঙ্গে । জমিদার বাড়ির ছেলে হয়েও তিনি নিজ অধ্যবসায় এ পড়াশোনা করে বর্ধমান কোর্ট এ পেশকার এর কাজে যুক্ত হন । তার এই কোর্ট কাছারির কাজের মধ্যেই ইংরেজ সরকার এর সাথে একটি অঞ্চল এর বেদখলের মামলায় তার সাথে অশান্তির সৃষ্টি হয় যার ফলপ্রসূ প্রভাব পড়ে তার কর্মক্ষেত্রে এবং বাসস্থানে, তার জমিদার বাড়ির অংশ এবং যাবতীয় জমি ছিনিয়ে নিয়ে তাকে বর্ধমান কোর্ট থেকে বের করে দেওয়া হয় । তারপরবর্তী কালে ১৩০৩ বঙ্গাব্দে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর কোর্ট এ তার আইনি জীবনের আবার শুরু করেন । ১৩১৪ বঙ্গাব্দের বঙ্গীয় সাহিত্য সভাতেও তিনি উপস্থিত ছিলেন । তার পুত্রদের মধ্যে সুযোগ্য কনিষ্ঠ পুত্র বাবু আশুতোষ সরকার Calcutta University থেকে BA.LLB পাস করেন গোল্ড মেডেল সহ, তিনিও জঙ্গিপুর কোর্ট এই বাবার সাথে কাজ করতেন ।

References

edit

১. যুগান্তর পত্রিকা

২. মুর্শিদাবাদ সংবাদ ভবন

৩. জঙ্গিপুর কোর্ট মামলানামা

৪. পারিবারিক তথ্য