File talk:Google Sites 2020 Logo.svg

Latest comment: 5 months ago by Sahina7076 in topic Bangla

স্বপ্নের ছোঁয়া °°আজ আমি আবার আমার স্বপ্নের খোঁজে বেড়িয়েছি! আজও আমার ইচ্ছের কথা স্বপ্নের কথা ভুলিনি। আজও স্বপ্নেই বেচেঁ আছি। মানুষ তার ইচ্ছের কথা স্বপ্নের কথা ভাবতে ভাবতে সময় কাটিয়ে দেয় আজও ইচ্ছে পূরণের অপেক্ষায় আছি যে কোনো দিন যে কোনো সময় হয়তো আমার স্বপ্নের ছোঁয়া পাবে।প্রত্যেকটা মানুষ তার স্বপ্নের কথা ইচ্ছার কথা আশার কথা ভেবেই বেঁচে থাকে। তার মধ্যে আমিও সেই ভাবনাই বেঁচে আছি। যে কবে আমি মন খুলে উড়তে পাব। আমাদের মত মধ্যবিত্ত মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে যে গুলো কখনোই পূরণ হয় না। কিন্তু সেই স্বপ্নগুলো নিয়ে ভাবতে ভালো লাগে। প্রত্যেকটা চাওয়া পাওয়ার মধ্যে ভালোবাসা প্রস্তুত থাকে। যদি চাওয়া পাওয়ার মধ্য ভালোবাসা না থাকে তাহলে সেটা চাওয়া নয়।হয়তো তাদের বাবা-মার বা অন্য কারোর স্বপ্নের ইচ্ছের কথা ভেবেই নিজের ইচ্ছা মনে করে। কিন্তু সেটা নিজের ইচ্ছার বিরুদ্ধে। আমার স্বপ্নটা আমারই সেটা বাবা-মায়ের ইচ্ছের নয়। কিন্তু সেই স্বপ্নটা আজও পূর্ণতা পায়নি...আজও সেই স্বপ্নেই ডুবে আছি কবে যে আমার স্বপ্নগুলো পূর্ণতা পাবে,কবে যে আমি নতুনভাবে বাঁচতে পারবো...আপন মনে উড়তে পারবো।চোখ বন্ধ করলেই সেই স্বপ্নগুলো চোখের ভাসে...তারপর হঠাৎ ভাবনা আসে আমরা তো মধ্যবিত্ত ঘরের মানুষ...আমাদের সব স্বপ্ন পূর্ণ হয় না.... সব চাওয়া-পাওয়া তো পূর্ণতা পায় না। হ্যাঁ আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ... আমাদের যদি একটা দিন কষ্টে কাটে... তো আবার আসা জাগে যে আজ কষ্টে থাকলেও সুখ একদিন আসবে। আর যে দিন সুখ আসবে সেই দিন সব দুঃখ কষ্ট ভুলে যাব। একদিন নিশ্চয়ই সুখ আসবে আর আমাদের মত মধ্যবিত্ত মানুষের স্বপ্নগুলো পূর্ণতা পাবে।একদিন হয়তো আমারও স্বপ্নগুলো পূর্ণতা পাবে... হ্যাঁ এটাই স্বপ্নের ছোঁয়া...

Bangla

edit

মন ছুঁয়ে যাওয়া একটা গল্প❤️ Sahina7076 (talk) 10:10, 11 January 2024 (UTC)Reply

Bangla

edit

মন ছুয়ে়ে যাওয়া একটা ল্প ❤️ Sahina7076 (talk) 10:11, 11 January 2024 (UTC)Reply