রাধা চরণ মিস্ত্রি (পাগলচাঁদ) [১৮৫৪-১৯৫৬খ্রীঃ] ঊনবিংশ শতকের শেষার্ধের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম ও সমাজসংস্কারক ছিলেন রাধা চরণ পাগল। শ্রীধাম- খেজুরতলা, পোস্ট- সিকদারমল্লিক, উপজেলা- নাজিরপুর, জিলা- পিরোজপুর। রাধা চরণ পাগল নারীর সমানাধিকার, নারীর পারিবারিক ও সামাজিক মর্যাদাদানে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন প্রচলিত সামাজিক রীতিনীতি ও শাস্ত্রীয় বিধি-বিধানকে অগ্রাহ্য করে তিনি নারীকে সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত করার নিজস্ব প্রক্রিয়া শুরু করেছিলেন। রক্ষণশীল হিন্দু সমাজপতিরা তাঁর এই কর্মকাণ্ডে আশঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তাঁকে "পাগল" বলে উপহাস করেন। রাধা চরণ কে একঘরে ও সমাজচ্যুত করা হয়। তবু তিনি তাঁর মত ও পথ থেকে বিচ্যুত হননি। তাঁর অনুগামীরা তাঁকে "পাগলচাঁদ" নামেই অভিহিত করেন। রাধা চরণ পাগল এর আনুসারিরা রাধা চরণ পাগল এর আনুমদিত ৫ টি নিয়ম দৈনন্দিন জীবনে পালন করে থাকেন।

১) পিতা মাতা কে ভক্তি করা ২) সদা সত্য কাথা বলা ৩) স্ত্রী হয়ে স্বামী ভক্তি করা ৪) হিংসা দ্বেষ ত্যাগ করে অন্তর বাহির সামান করা ৫) প্রজা হয়ে রাজ ভক্তি করা