চৌধুরী শামসুল আরেফীন এই সময়ের এক নিভৃতচারি প্রচারবিমুখ আধুনিক মানসিকতার সব্যসাচি লেখক। উচ্চ শিক্ষিত এই তরুন সাহিত্য প্রতিভার জন্ম ২ ফেব্রুয়ারি তার মাতৃগৃহ কমলগনজের রামপাশা গ্রামে। তার পিতা ইশা খান মসনদ-ই আলা'র সর্বকনিষ্ঠ পুত্র ভানুগাছ পরণার প্রথম মোঘল শাসক দেওয়ান আদম খানের অধস্তন পুরুষ অবসর প্রাপ্ত সরকারি কর্মজীবী শামসুল ইসলাম চৌধুরী ও মাতা শারাবান তাহুরা খানম (রেবা)। তার শিক্ষা জীবন শুরু হয় নিজ বংশীয় পূর্বপুরুষ ২৩টি গ্রন্থপ্রণেতা গোলাম মোস্তফা চৌধুরী কর্তৃক প্রতিষ্টিত দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে। শৈশব কৈশোর এবং যৌবনের উষা লগন তার অতিবাহিত হয় এই দরগাহপুর গ্রামে। তিনি মৌলভীবাজার সরকারি কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন এবং পরবর্তিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি হতে এম বি এ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে আরেফীন একটি বেসরকারি আর্থিক প্রতিষ্টানে উচ্চপদে কর্মরত আছেন। তিনি চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ ও লোকগবেষক হারুন আকবরের পরিবারের সন্তান বিধায় সাহিত্য যেন তার রক্ত স্রোতধারায় প্রবাহিত বংশীয় ঐতিহ্য। ২০০৩ সালের ডিসেম্বর মাসে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে প্রকাশিত বিশেষ সাহিত্য স্মারক "প্রবাহ" এ তার প্রিয় আমার নামে একটি কবিতা প্রকাশের মাধ্যমে তিনি সাহিত্যাঙ্গনে পদার্পণ করেন। পরবর্তিতে সম্মান শ্রেণিতে অধ্যয়ন কালিন সময়ে তার বেশ কয়েকটি গবেষনা ভিত্তিক প্রবন্ধ স্থানীয় পত্রিকায় প্রকাশ পায়। ছাত্রাবস্থায় তার রচিত তিনটি নাটক মঞ্চস্থ হয়। এবং তার রচিত ও সুরারোপিত কয়েকটি গান "চ্যানেল এস" এ সম্প্রচারিত হয়। ২০১৬ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ "রক্তকণিকা"। যা ব্যাপক পাঠক প্রিয়তা পায়। বর্তমানে তার প্রকাশিতব্য গবেষনা গ্রন্থ "দরগাহপুরের ইতিহাস" ও "প্রেয়সী" এবং উপন্যাস "একটি নগ্ন অপমান"। সত্যিকার অর্থে আরেফীন একজন স্বভাবজাত নবীন লেখক। আমরা চাই তার থেকে দেশের সাহিত্যাঙ্গন সমৃদ্ধ হোক।। (আব্দুল হাই ইদ্রিছী)