"আমি সব সময় কালো চশমা পড়ি অশ্রু আড়াল রাখার জন্য"৷ আমি এক জন বাংলাদেশী লেখক৷ এস এস সি পাশ করার পর মামার বাড়ী গিয়ে লৌহা শিল্পের কাজে যোগদান করি৷ কাজ সম্পুর্ণ করে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছি৷ আমার বর্তমান কাজ হলো— এস এস স্টীল, থাই এলুমিনিয়াম ও লৌহা শীল্প দ্বারা যাবতীয় কাজ করা৷ দিনে কাজ আর রাতে লেখা লেখি নিয়ে বেশ আছি৷ উপরের উক্তির মতো শত খানেক উক্তি লেখা আছে৷ আমার প্রথম কবিতা "ফাল্গুনে"৷ প্রথম কবিতার বই ফাল্গুনে কোকিল৷ প্রথম উপন্যাস কষ্টের হাসি৷